নুসূক ফাউন্ডেশনের ★আন-নুসূক জামে মসজিদ-০৬★ মসজিদ প্রকল্পের আওতায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল (ক্ষুদ্র জাতিগোষ্ঠী মনিপুরীর মুসলিম) গ্রামে নির্মাণাধীন মসজিদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই এলাকাবাসী এই মসজিদে জামাতে নামাজ আদায় করার সুযোগ পাবেন। ইনশাআল্লাহ পাশাপাশি এলাকার ছোট ছোট মনিপুরী শিশুরা এখানে আরবি ও ইসলামিক নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে।